জন্মের সাথে সাথেই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র

0
39
জন্মের সাথে সাথেই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র
জন্মের সাথে সাথেই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র

এখন থেকে জন্মের সাথে সাথেই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। শর্তসাপেক্ষে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২২-এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। তবে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে দেয়া হবে। তবে আইনটি গেজেট আকারে প্রকাশের আগ পর্যন্ত তা নির্বাচন কমিশনের কাছে থাকবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এরপর থেকে সুরক্ষা সেবা বিভাগের অধীনই ভোটার নিবন্ধন হবে। তবে জাতীয় নির্বাচনের আগে আইনটি পাস হবে কি না, তা নিশ্চিত করা হয়নি। নতুন আইনটি পাস না হওয়া পর্যন্ত তা আগের মতোই চলবে।

তিনি আরও বলেন, এরপর থেকে সবার একটি ইউনিক আইডি হবে। জন্মের সঙ্গে যে নিবন্ধন হবে, ভবিষ্যতে তা-ই নম্বর হিসেবে ধরে নেয়া হবে।