ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

0
41
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আগামী ৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

ছাত্র-ছাত্রীদের আগামীকাল বুধবার (১৫ জুন) সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালক এর সমন্বয়ে এক জরুরি সভার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক ড. রেজাউল করিম বলেন, চলমান দুই পক্ষের বিরোধের কারণে সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো আগামী ৫ই জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রাখা হয়েছে।