ছয় আসনে ভোটগ্রহণ শেষ

0
10
২১ মে
আগামী ২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

চার জেলার ৬টি সংসদ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহন শুরু হয়। চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা কার্যক্রম।

গত ১১ ডিসেম্বর বিএনপির আন্দোলনের অংশ হিসেবে দলটির সাত সংসদ সদস্য দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেন। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন শূন্য ঘোষণা করার পর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মোট ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।