সকাল থেকে বন্ধ থাকা নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা পুনরায় চালু হয়েছে।
বুধবার দুপুর ১টা ২০ মিনিটে এই সেবা চালু হয়। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, বুধবার বিকাল ৫টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকতে পারে।” তবে তার আগেই এই সেবা পুনরায় চালু হয়েছে।
উল্লেখ্য, সাইবার হামলা ঘটতে পারে- এমন আশঙ্কায় সার্ভার বন্ধ করে রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে বন্ধ রাখা হয় জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও। এতে বিপাকে পড়েন জাতীয় পরিচয়পত্র সেবাপ্রত্যাশী ও ইসির মাঠপর্যায়ের কর্মকর্তারা।