
চুক্তি শেষ হওয়ার পরও বিজ্ঞাপন চলমান রাখায় এসএমসি স্যালাইন কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। অনুমতি ছাড়া বিজ্ঞাপন প্রচারের কারণে চার কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে নোটিশে।
গত ৩ সেপ্টেম্বর শাকিবের পক্ষে ব্যারিস্টার ওলোরা আফরিন এ নোটিশ পাঠান। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) তিনি এই তথ্য জানান।
ওলোরা আফরিন জানান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক ও মহাব্যবস্থাপক (মাকের্টিং) খন্দকার শামীম রহমান বরাবর এ নোটিশ পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে চার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।