চলতি সপ্তাহেই সব শিক্ষার্থী শতভাগ বই পাবে

0
29
চলতি সপ্তাহেই সব শিক্ষার্থী শতভাগ বই পাবে
চলতি সপ্তাহেই সব শিক্ষার্থী শতভাগ বই পাবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিদ্যুতের ঘাটতি ও বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে বই ছাপাতে কিছু সমস্যা হয়েছে। তবে এ মাসের মধ্যেই বা এ সপ্তাহের মধ্যেই সকল শিক্ষার্থীর হাতে শতভাগ নতুন বই পৌঁছে যাবে।

শুক্রবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষা কারিকুলামে সবাইকে অভ্যস্ত করতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরিবর্তীতে শিক্ষাক্রমে শিক্ষার মান আরও বাড়বে।

তিনি আরও বলেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক তৈরি হয় শিক্ষার মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ শ্যামল রায় প্রমুখ।

এর আগে, সকালে খুলনার কয়রা সরকারি মডেল মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ পরির্দশন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।