ঘুমের ওষুধ খেয়ে হিরো আলম হাসপাতালে

0
6
ঘুমের ওষুধ
ঘুমের ওষুধ খেয়ে হিরো আলম হাসপাতালে

অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাংলা আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৭ জুন) ভোররাতে বগুড়ার ধুনট উপজেলায় এক বন্ধুর বাড়িতে যান হিরো আলম। পরে সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠলে হিরো আলমের বন্ধু অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার বিষয়টি বুঝতে পারেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হিরো আলমের বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর জানান, শুক্রবার ভোর রাত তিনটার দিকে ধুনট উপজেলার ভান্ডারবারি গ্রামে তার বাসায় আসেন হিরো আলম। পরে ভোর পর্যন্ত তার সাথে রিয়া মনিকে নিয়ে নানান হতাশা ও কষ্টের কথা বলেন হিরো আলম।

এরপর তিনি বাড়ির একটি কক্ষে একাই ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা হয়ে গেলেও কোনও সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে হিরো আলমকে অচেতন অবস্থায় দেখতে পান। তারপর তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে চিকিৎসকরা জানান, হিরো আলম অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.