গ্রাহকদের জন্য জরুরি বার্তা দিয়েছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার (২৯ আগস্ট) থেকে ইভ্যালির নিজস্ব কল সেন্টারের সেটআপ ফিজিক্যাল অফিসে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হবে। গতকাল শনিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ইভ্যালি।
ইভ্যালির পাঠানো বিজ্ঞপ্তিটি অপরাজয়া২৪ এর পাঠকদের জন্য হুবহু নিচে তুলে ধরা হলো।
‘কল সেন্টারের সেবা সংক্রান্ত জরুরি নোটিশ:
সম্মানিত গ্রাহক,
ইভ্যালি তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে সবসময় বদ্ধপরিকর। সরকারি নির্দেশনা এবং সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ আগস্ট, রোববার থেকে কল সেন্টার ফিজিক্যাল অফিস শুরু হবে। হোম অফিস থেকে কল সেন্টার সেটআপ পুরোপুরি ফিজিক্যাল অফিসে স্থানান্তরিত করার প্রক্রিয়ায়, সময় এবং ক্ষেত্রবিশেষে কল সেন্টারের মাধ্যমে তাৎক্ষণিক সেবা পেতে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সাময়িক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আমাদের কল সেন্টার সেটআপ ফিজিক্যাল অফিসের স্থানান্তরিত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সমস্যার সমাধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারব বলে আশা রাখছি।
ইভ্যালি আপনার। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা।
ইভ্যালির সাথে থাকার জন্য ধন্যবাদ।’