গোপালগঞ্জে জামাতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালিত

0
14
জামাতে ইসলামী
গোপালগঞ্জে জামাতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালিত

শহীদদের স্মরণে, ২৮ শে অক্টোবর- ২০০৬ ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পৌর শহরের মডেল মসজিদের হলরুমে ২৮ শে অক্টোবর-২০২৪ (সোমবার) বিকেলে মুকসুদপুর উপজেলা জামাতের সেক্রেটারি প্রফেসর ইমরান সরদার এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য ও সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা জামাতে ইসলামী এর আমীর অধ্যাপক আব্দুল ওয়াহাব মিয়া এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ সদর উপজেলার আমীর মো: তিতাস আহমেদ, আল মাসুদ খান, আব্দুল আজিজ,নজিবুর রহমান, দেলোয়ার হোসেন, মনিরুল কবির, ওবায়দুর রহমান, মোহাম্মদ আলী, আলী আকবর, মো: নুর আলম প্রমূখ।

বক্তারা বলেন, গত ১৭ বছরে আমাদের অনেক নেতা কর্মী শহীদি পেয়ালা পান করেন। আমরা তাদের মাগফিরাত কামনা করছি। আগামীতে প্রতিটি ঘরে ঘরে জামায়াতের দাওয়াত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।

৭২ সংবিধান আওয়ামী লীগকে এ দেশের মানুষ গ্রহণ করেননি, আগামীতে করবে না। এদেশের সকল মানুষকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে মাঠে ময়দানে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে তাদের ভরসা এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুতরাং আমাদেরকে মানুষের কাছে যেতে হবে এবং মানুষের সেবক হবে।

— কেএম আবু বক্কার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.