গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩০ জন

0
32
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩০ জন
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩০ জন

রাজধানীর হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় (২ জুলাই সকাল ৮ টা থেকে ৩ জুলাই সকাল ৮ টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। 

শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক (মেডিক্যাল) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অধিদপ্তর জানিয়েছে,  ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩১ জন। ৩৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ৯৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এরা সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।