গত দু’দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ১৭ লাখ মানুষ

0
35
গত দু’দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ১৭ লাখ মানুষ
গত দু’দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ১৭ লাখ মানুষ

কোরবানি ঈদেও ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ। গত দু’দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ১৭ লাখ মানুষ। 

রবিবার (১৮ জুলাই)  রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে জানিয়েছেন, গত ঈদের মতো এবারও বিটিআরসি ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব দিল। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ও শুক্রবার (১৬ জুলাই) দুই দিনে ঢাকা ছেড়েছেন  ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম। 

তিনি জানিয়েছেন, ঢাকা ছেড়ে যাওয়া এসব সিম ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন গ্রামীণফোনের গ্রাহক সাত লাখ ৭৪ হাজার ৮৮৪ জন, রবি সিমের গ্রাহক তিন লাখ ৪২ হাজার ৮২ জন, বাংলালিংকের সিম ব্যবহারকারী চার লাখ ৬৪ হাজার ৪৯২ জন এবং টেলিটক মোবাইলের গ্রাহক এক লাখ ১২ হাজার ২২৯ জন।

সবমিলিয়ে দুই দিন ঢাকার বাইরে গেছেন ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ জন। এর মধ্যে গত ১৫ জুলাই ঢাকার বাইরে গেছেন ৭ লাখ ৩১ হাজার ৪৬৯ জন ও ১৬ জুলাই গেছেন ৯ লাখ ৬২ হাজার ২১৮ জন।