গণপরিবহনে শৃঙ্খলা আনার দৃঢ় প্রত্যয় ঢাকা দক্ষিণ সিটি মেয়র

0
44
গণপরিবহনে শৃঙ্খলা আনার দৃঢ় প্রত্যয় ঢাকা দক্ষিণ সিটি মেয়র
গণপরিবহনে শৃঙ্খলা আনার দৃঢ় প্রত্যয় ঢাকা দক্ষিণ সিটি মেয়র

যে কোন মূল্যে গণপরিবহনে শৃঙ্খলা আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এজন্য আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা শহরে চলাচল করা রুট পারমিটবিহীন সব বাস জব্দ করার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তাপস বলেন, ঢাকা শহরের গণপরিবহনে বিশৃংখলা রয়েছে। সেজন্য আমরা আরও কঠোর হবো। আমরা দেখেছি, রুট পারমিট নেওয়া হয় একটি যাত্রাপথে কিন্তু সেই যাত্রাপথে বাস না চালিয়ে অন্য যাত্রাপথে পরিচালনা করা হয়। এখন থেকে যৌথ অভিযানের আওতায় আমরা সেসব বাসের বিরুদ্ধে কার্যক্রম নেবো এবং এক রুটের বাস অন্য রুটের পরিচালনা করা যাবে না। রুট পারমিট যে যাত্রা পথে নিয়েছে সে যাত্রা পথেই সেই বাস পরিচালনা করতে হবে। না হলে সেই বাস চলবে না। সুতারাং আমরা এখন অত্যন্ত কঠোর। আমরা ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা আনবোই আনবো।

গণপরিবহনে পূর্ণ শৃঙ্খলার আনয়নে কঠোর মনোভাব ব্যক্ত করে তিনি বলেন, যে ১ হাজার ৬৪৬টি রুট পারমিটবিহীন বাস চিহ্নিত করা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করবো। সেই অভিযান হবে কঠোর অভিযান। রুট পারমিটবিহীন যে সকল বাস পাওয়া যাবে সেগুলো জব্দ করা হবে। শুধু জরিমানা না, যেখানে রুট পারমিটবিহীন অবৈধ বাস পাবো, সেগুলো জব্দ করবো এবং সেগুলো ধ্বংস করে দেবো। যাতে করে এই গাড়িগুলো সড়কে আসতে না পারে।