খুলনায় করোনায় মৃতের সংখ্যা দিন দিন বাড়তে আছে। মৃত্যুর হার এক হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য দফতর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, কারোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৫৩ হাজার ৯৩৮ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১হাজার ১১ জনের। সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৩৮ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলায় ৬জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১জন, যশোরে ১ জন, নড়াইলে ১ জন, ঝিনাইদহে ৪জন, কুষ্টিয়ায় ৯ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৪ জনের মৃত্যু হয়েছে। বিাভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযয়ী এ সময়ে মাগুরা জেলায় নতুন করে করোনা সংক্রমন হলেও কেউ মারা যাননি।