খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে ২ শর্তে প্রজ্ঞাপন

0
55
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে ২ শর্তে প্রজ্ঞাপন
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে ২ শর্তে প্রজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ দুই শর্তে আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে তার চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না- এ দুই শর্তে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

এর আগে, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। পনে সরকারের পক্ষ থেকে মেয়ার বাড়াতে সম্মতি জানানো হয়।

গত মার্চে আগের সব শর্ত বহাল রেখে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার। সেই মেয়াদ ২৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে।