
যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকদিন ধরে উড়ে চলা চীনা নজরদারি বেলুনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে নামানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। শনিবার একটি এফ-২২ জেট ফাইটার বিমান থেকে এআইএম-নাইনএক্স সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বেলুনটি লক্ষ্য করে।
ক্ষেপণাস্ত্রটি বেলুনটিকে আঘাত হানলে ছোট্ট বিস্ফোরণের পর সেটি সাউথ ক্যারোলাইনার কাছে আটলান্টিক মহাসাগরে পতিত হয়। মার্কিন টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের দাবি করেছে, চীনা ওই বেলুনটি বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনার ওপর নজরদারি করছিল। তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণের উড়ানো হয়েছে।
এদিকে বেলুনটি ধ্বংস করার পর প্রতিবাদ জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের তরফ থেকে বলা হয়েছে, একটি বেসামরিক চালকহীন এয়ারক্রাফটের বিরুদ্ধে এভাবে মার্কিন সামরিক শক্তি প্রয়োগের কঠোর নিন্দা জানাচ্ছে তারা।