কোটা বিরোধী আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ, জনগনের ভোগান্তি

0
17
কোটা বিরোধী
কোটা বিরোধী আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ, জনগনের ভোগান্তি

কোটা বিরোধী আন্দোলনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজটের।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করতে শুরু করে শিক্ষার্থীরা।

শাহবাগ, কারওয়ান বাজার, বিজয় সরণী, আগারগাঁও, সায়েন্স ল্যাবরেটরি, ফার্মগেট, হোটেল ইন্টারকনটিনেন্টাল, বাংলামোটর, জিরো পয়েন্টস রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

অবরোধের কারণে বিভিন্ন মোড়ে মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে। সড়কের এক পাশে অবস্থান করছে পুলিশও। তবে তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।

গত ১ জুলাই থেকে টানা আন্দোলনে আছেন কোটা সংস্কারের দাবি জানানো শিক্ষার্থীরা। শুরু থেকে চার দফা দাবি জানিয়ে এলেও গত ৭ জুলাই থেকে তাঁরা এক দফা দাবির কথা বলছেন। দাবিটি হচ্ছে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করা।