কোকাকোলার কারখানা বন্ধ

0
59
কোকাকোলার কারখানা বন্ধ
কোকাকোলার কারখানা বন্ধ

ইউক্রেনজুড়ে কোকাকোলা তাদের উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। রাশিয়ার আক্রমণের পর ফেডএক্স এবং ইউপিএসও ইউক্রেনের ভেতর বা বাইরে তাদের কাজ বন্ধ করেছে।

ইউক্রেনের বিয়ারের বাজারে ৩৩ শতাংশ শেয়ার আছে কার্লসবার্গের। তাদের তিনটি কারখানাই বন্ধ করেছে দেশটিতে। এ ছাড়া বোতলজাত করার যে কারখানাটি কোকাকোলার ছিল তারাও সেটি বন্ধের পর অনির্ধারিত খরচা নিয়ে ভাবছে। খবর আল জাজিরা। মধ্য ইউক্রেনের ক্রেমেনচাকে জাপান টোবাকোও তাদের সিগারেটের উৎপাদন কেন্দ্র বন্ধ করেছে।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া ইউক্রেনের ভূ-উপরিভাগের ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। যার মধ্যে ১১টি বিমানঘাঁটিও রয়েছে। চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা।

এদিকে ইউক্রেনের উত্তরের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিজেদের দখলে নিয়েছে রাশিয়ান সেনারা। বেলারুশ থেকে কিয়েভ যাওয়ার অন্যতম শর্টকার্ট চেরনোবিল। রাশিয়ান সেনারা সেখানকার কর্মীদের আটক করেছে বলে জানা গেছে। রয়টার্স জানায়, চেরনোবিলের নিষিদ্ধ এলাকায় জড়ো হওয়ার পর আরও ভেতরে অগ্রসর হতে থাকে রাশিয়ান সেনারা।

বৃহস্পতিবার শুরু হওয়ার রাশিয়ার সামরিক হামলায় এখন পর্যন্ত ১৩৭ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩১৬ জন।