
কেরানীগঞ্জ উপজেলায় বসছে অস্থায়ী ১১টি গবাদিপশুর হাট। দীর্ঘদিন পরে এসব হাট গলোর ইজারা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেওয়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান, ঘোষনাকৃত ১১টি হাটের মধ্যে ৮টি হাটের ইজারা চূড়ান্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকায়। বাকি থাকা তিন টি হাট এর কোনো সিডিউল জমা না পড়াতে জেলা প্রশাসকের সিন্ধান্ত মোতাবেক পরে ব্যবস্থা গ্রহন করা হবে।
৮ টি হাটের ইজারাপ্রাপ্তরা হলেন:-
১)জিনজিরা বাজার পশুর হাট – মো:মোজাদ্দেদ আলী বাবু (১৫ লাখ ২০ হাজার টাকা) ২)আগানগর খেলার মাঠ – মো:আরশাদ রহমান সপু (১ কোটি ৭০ লাখ টাকা)
৩)মিলেনিয়াম সিটি সংলগ্ন বালুর মাঠ – মো:রাব্বি আহমেদ বকুল (৭১ লাখ ২৪ হাজার টাকা),
৪)রাজাবাড়ি সংলগ্ন পতিত জমি -মো: জাহাঙ্গীর কবির (৩০ হাজার টাকা),
৫)রসুলপুর বালুর মাঠ – ইঞ্জিনিয়ার মো:নজরুল ইসলাম (৪ লাখ ২০ হাজার টাকা),
৬)হাসনাবাদ বালুর মাঠ – মো:সেলিম মেম্বার (৬১ লাখ টাকা) ৭)নতুন সোনাকান্দা পশুর হাট -মো:শাহাবুদ্দিন (৬ লাখ ৫০ হাজার টাকা),
৮)খাড়াকান্দি বাজার সংলগ্ন বালুর মাঠ -মো: আবু দাউদ সিকদার (২ লাখ টাকা),
কেরানীগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মনিটরিং কমিটি ও ভেটরিনারি টিম কাজ করবে। পাশাপাশি জাল টাকা সনাক্তকরন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরা ও যানজট নিয়ন্ত্রণে কঠোর নজরদারি থাকবে।
মো:রাজিব হোসেন বাপ্পী
কেরানীগঞ্জ প্রতিনিধি