
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে, কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগ এ,উপজেলা প্রশাসন মাঠে। ৩ দিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় স্থানীয় উদ্দোক্তারা অংশ গ্রহন করেছেন। শীতের পিঠা,পুলি,কেক ফিরনি, পায়েশ, থ্রি পিস,তৈজষ পএ, সহ দেশি স্থানীয় উদ্দোক্তারা পসরা সাজিয়ে বসেছেন।
মেলায় মানুষের উল্লেখযোগ্য হারে ভিড় লক্ষ করা গেছে।উদ্দোক্তাদের প্রচারের জন্য ভালো একটা মাধ্যম হয়েছে এই মেলা।
আগামীকাল ১৮ ডিসেম্বর এই মেলা শেষ হবে।সকাল ১০ টা থেকে রাএ ৮ টা পর্যন্ত মেলা চালু থাকে। মো: রাজিব হোসেন বাপ্পী। কেরানীগঞ্জ প্রতিনিধি।


