রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারের মার্কেটে মোট ১৮টি সোনার দোকান পুরে ছাই হয়ে গেছে। এর মধ্যে মার্কেটের সামনের অংশে থাকা ৯টি ও ভেতরে ৯টি দোকান রয়েছে।
সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স আগুনে পুড়ে গেছে।
আরও পড়ুনঃ মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
দোকানগুলোতে কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল বলে জানিয়েছে দোকানের ব্যবসায়ী।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।