কৃত্রিম হাতের মধ্যে ইয়াবা পাচার!

0
38
মিয়ানমার
মিয়ানমারে ১৯ যুবককে আটক রেখে মুক্তিপণ দাবি

নিজের হাতের কনুইয়ের নিচের অংশ কেটে কৃত্রিম হাতের ফাঁকা জায়গায় বহন করতেন ইয়াবা। রাজধানীতে এমন এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। আটক ওই ব্যক্তির নাম রানা হাওলাদার (২৬)। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক রানা হাতের কনুইয়ের নিচের অংশ কেটে প্লাস্টিকের কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবা বহন করত। হাতের ফাঁকা অংশ ব্যবহার করে গত সাত থেকে আট বছর ধরে সে ইয়াবা পাচার ও কারবার করে আসছিল।

বুধবার বেলা ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।