কুষ্টিয়ায় একদিনে আরও ২১ জনের মৃত্যু

0
30
কুষ্টিয়ায় একদিনে আরও ২১ জনের মৃত্যু
কুষ্টিয়ায় একদিনে আরও ২১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। আর করোনা উপসর্গ নিয়ে ৩ জন মারা যান। এ সময়ে মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৭৩৪টি নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১০ জুলাই) বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

মৃতদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন, কুমারখালীতে এক, মিরপুরে এক এবং খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একজন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৪টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। এসময়ের মধ্যে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু হয়েছে ১৮ জনের এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২৮ জনের।