কুমিল্লায় সড়ক দুর্ঘটনা ৪ জন নিহত

0
38
বাসচাপায় তিনজন নিহত
বাসচাপায় তিনজন নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা ৪ জন যাত্রী নিহতে হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিটি মোড় নিয়ে সড়কের পাশে যাচ্ছিলো। ঠিক এই মুহূর্তে চট্টগ্রামমূখী একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজির চালকসহ ৫ জন যাত্রী সড়কে ছিটকে পড়ে। এসময় ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার দুপুরে গাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করি।

আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হাসপাতালে আরও একজন নিহত হন। শুনেছি অটোরিকশাটি চট্টগ্রামমুখী ছিল।