কুমিল্লায় বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

0
12
বাসের ধাক্কায়
কুমিল্লায় বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু এবং দুজন পুরুষ রয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন (৫০), তার শাশুড়ি মাজেদা বেগম (৭০), ৫ মাস বয়সী ছেলে সাইমান ও মাইক্রোবাসচালক আলাউদ্দিন হাজারী (২৭)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।