কাশ্মীরে জি-২০ বৈঠকে যোগ দেবে না চীন

0
17
কাশ্মীরে জি-২০ বৈঠকে যোগ দেবে না চীন
কাশ্মীরে জি-২০ বৈঠকে যোগ দেবে না চীন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবে না চীন। কারণ বৈঠকের স্থান নিয়ে আপত্তি রয়েছে দেশটির।

হিমালয়ের কাছে অবস্থিত কাশ্মীরের অর্ধেক নিয়ন্ত্রণ করে ভারত আর বাকি অর্ধেক রয়েছে পাকিস্তানের অধীনে। তবে দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর নিয়ে তিনবার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান।

শুক্রবার (১৯ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘বিরোধপুর্ণ অঞ্চলে জি-২০ জোটের যে কোনো বৈঠকের তীব্র বিরোধীতা করে চীন এবং এ ধরনের বৈঠকে আমরা অংশ নেব না।

ভারতের পক্ষ থেকেও কড়া জবাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভারত নিজের জমিতে যেকোনও জায়গায় বৈঠক করতে পারে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার জন্য সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা অত্যন্ত জরুরি, এই কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, তুরস্ক সম্মেলনে যোগ দেবে না বলে জানা গেছে। আর সৌদি আরবও সম্মেলনে যোগ দেওয়ার জন্য এখনও রেজিস্ট্রেশন করেনি।

তথ্যসূত্র: রয়টার্স, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আল জাজিরা