
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা- অমর একুশে গ্রন্থমেলা। মেলাকে ঘিরে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে প্রকাশকরা।
গত বছরের তুলনায় এবার সময় বেশি স্টলের প্রস্তুতিসহ সব কাজ সুন্দরভাবে করতে পারলেও, কাগজের দাম বাড়ায় প্রকাশরা চ্যালেঞ্জের মুখে। আশানুরূপ বই ছাপাতে না পারা আর ব্যয় বাড়ায় বই বিক্রি নিয়ে তারা উদ্বিগ্ন।
এবার বইমেলা হচ্ছে সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনজুড়ে। মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি স্টল ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। উভয় প্রাঙ্গণেই থাকবে ৩৮টি প্যাভিলিয়ন। লিটলম্যাগ চত্বরে ঠাঁই পাবে ১৫৩টি স্টল।
বই মেলার প্রথম দিনেই বাংলা একাডেমি এবার ৭টি নতুন বই প্রকাশ করবে, যেগুলোর মোড়ক উন্মোচন করবেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলা একাডেমি ঘোষিত সাহিত্য পুরস্কারও দেবেন তিনি।
একাডেমি জানিয়েছে, এবার ৩টি প্যাভিলিয়ন ও শিশু-কিশোরদের উপযোগী প্রকাশনার বিপণনের জন্য তাদের একটি স্টল থাকবে মেলায়। যথারীতি প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।
এবার মেলায় নতুন-পুরোনো মিলিয়ে ১৩৬টি বই প্রকাশ করবে বাংলা একাডেমি। তার মধ্যে প্রথম দিনে ‘শেখ মুজিবুর রহমান রচনাবলী’, ‘অসমাপ্ত আত্মজীবনী- পাঠ বিশ্নেষণ’, ‘আমার দেখা নয়াচীন-পাঠ বিশ্নেষণ’, ‘কারাগারের রোজনামচা-পাঠ বিশ্নেষণ’, হাসান আজিজুল হকের ‘সাবিত্রী উপাখ্যান’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘দ্য লেটার অব সাবিত্রী’র মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া বাংলা একাডেমি থেকে এবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আত্মজীবনী ‘আমার জীবন, আমার রাজনীতি’ প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী এই বইটিরও মোড়ক উন্মোচন করবেন।
সাপ্তাহিক ছুটি ছাড়া মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে দর্শক, ক্রেতা, পাঠকদের রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে মেলার দ্বার খুলবে সকাল ১১টায়; চলবে রাত ৯টা পর্যন্ত। একুশে ফেব্রুয়ারি মেলা খুলবে সকাল ৮টায়।