কারও ওপর কোনো হামলা যাতে না হয়: ড. ইউনূস

0
54
অন্তর্বর্তী
অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষা করাই হবে প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ড. ইউনূস।

তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখুন। এ স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে।’

তাঁকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, সুশীল সমাজের প্রতিনিধিরা। এরপর তিনি বিমানবন্দরে অপেক্ষমাণ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।