মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হন আর ৮ জন। ঘটনাটি ঘটেছে গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
শুক্রবার সকাল ৬টার দিকে কোনাবাড়ির বাইমাইলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম।