কাঁচামরিচ ৬০০ টাকা!

0
136
কাঁচা
ঢাকার বাজারে কাঁচা মরিচের ঝাঁজ

কাঁচামরিচের ঝালে বাজার অস্থির। কাঁচা মরিচের দাম ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে কোনো সবজির কমতি নেই।

টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি (শালগম), বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর।

গ্রীষ্ম, বর্ষা ও শীতকালীন সব ধরনের সবজি এখন বাজারে দেখা যাচ্ছে। যেসব সবজির দাম বেড়েছে তার তালিকায় রয়েছে শালগম , মুলা, টমেটো, বেগুনও।

শালগম প্রতি কেজির দাম ১২০ থেকে ১৩০ টাকা। বেগুনের দাম গত সপ্তাহে কেজি প্রতি ৬০ টাকা ছিল, বর্তমানে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। গাজর প্রতি ১৪০ টাকা, করল্লা প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা।

মুলার দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।। ঠাণ্ডা তরকারি হিসেবে পরিচিত লাউ’র দামও বেশ বেড়েছে। গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকা পিস বিক্রি হওয়া লাউ’র দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৮০ টাকা। তবে টমেটো, কাঁচা মরিচ ও গাঁজরের দাম অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার প্রতি কেজি কাঁচা মরিচ ৬০০ টাকা, টমেটো ৩০০ টাকা এবং গাঁজর ১৬০ টাকা বিক্রি হচ্ছে।