করোনা ভাইরাসে একদিনে মৃত্যু ৪ জনের

0
60
একদিনে ৪২ জনের করোনা শনাক্ত
একদিনে ৪২ জনের করোনা শনাক্ত

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। একই সময় ৪৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।

করোনা ভাইরাস নিয়ে সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা ভাইরাস শনাক্তে ২০ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৯৫০ জনের। গত একদিনে করোনা ভাইরাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪.৩৮ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৪৬ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জনে।

গত এক সপ্তাহে দেশে এক লাখ ৫০ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৮৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (২১ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) এক লাখ ৬৭ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ছিলেন ৯ হাজার ৩৮৯ জন। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ।

গত এক সপ্তাহে দেশে করোনা ভাইরাসে ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬৮। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।