করোনাকালে প্রতি ৩০ ঘণ্টায় ১ জন বিলিয়নিয়ার

0
100
করোনাকালে প্রতি ৩০ ঘণ্টায় ১ জন বিলিয়নিয়ার
করোনাকালে প্রতি ৩০ ঘণ্টায় ১ জন বিলিয়নিয়ার

মহামারি করোনার সময় প্রতি ৩০ ঘণ্টায় একজন করে বিলিয়নিয়ার হয়েছেন। চলতি বছরের মার্চ মাসের হিসাব থেকে দেখা যায়, করোনাকালে বিশ্বে নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ৫৭৩ জন। এর বিপরীতে কয়েক মিলিয়ন মানুষ ভুগছে চরম দরিদ্রতায়।

সোমবার (২৩ মে) দাতা সংস্থা অক্সফামের গবেষণায় এসব তথ্য উঠে আসে।

অক্সফামের গবেষণায় বলা হয়, করোনা সময়ে প্রতি ৩০ ঘণ্টায় একজন করে বিলিয়নিয়ার হয়েছেন। এদিকে মহামারিকালে অতিদারিদ্র্যের মুখোমুখি হয়েছে ২৬৩ মিলিয়ন মানুষ। বিশ্বে বৈষম্য বেড়েছে ব্যাপক হারে। একদিকে মহামারি, অন্যদিকে মূল্যস্ফীতির চাপে প্রতি ৩৩ ঘণ্টায় ১ মিলিয়ন মানুষ অতিদারিদ্র্যের শিকার হচ্ছে।

তথ্যানুসারে, বৈশ্বিক জিডিপির ১৪ শতাংশ হাতে গোনা কয়েকজন বিলিয়নিয়ারের দখলে। ২০২১ সালের মার্চের হিসাবমতে, এই বিলিয়নিয়ারদের সম্পত্তির পরিমাণ ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

অক্সফামের নির্বাহী ব্যবস্থাপক গ্যাব্রিয়েল বুশার বলেন, যেখানে কয়েক মিলিয়ন মানুষ খাদ্য সংকটে ভুগছে, মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে, জ্বালানি তেলের জোগান দিতে পারছে না, সেখানে একঝাঁক বিলিয়নিয়ার সুইজারল্যান্ডের ডাভোসে আনন্দ-উৎসবে মেতে উঠেছে। বিলিয়নিয়াররা মেতেছে বিলাসিতায়, আর মিলিয়ন মিলিয়ন মানুষ যুদ্ধ করে যাচ্ছে শুধু বেঁচে থাকার জন্য।