কমনওয়েলথে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে

0
45
কমনওয়েলথে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে
কমনওয়েলথে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে

কমনওয়েলথের মূল আসরে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। গেমসের প্রথম দিনে বাংলাদেশ ৩-০ সেটে হারিয়েছে ফিজিকে। প্রথম ম্যাচে ডাবলসে হৃদয়-রামহিম জুটি ১১-৭, ১১-৫, ১১-৪ পয়েন্টে ফিজির রিয়েলি-চৌহান দুটিকে হারিয়ে বাংলাদেশকে ১-০ সেটে অগ্রগামিতা এনে দেন।

দ্বিতীয় ম্যাচে সিঙ্গেলসে বাংলাদেশের রিফাত মাহমুদ সাব্বির ফিজির উকে ১১-৮, ১৩-১১, ১১-৬ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে ২-০ তে এগিয়ে দেন । তিন নম্বর ম্যাচে হৃদয় ১১-১১, ১১-৩, ১১-৭ রিয়লিকে হারিয়ে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের ৩-০ সেটে জয় নিশ্চিত করেন।

কমনওয়েলথ গেমসে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। যোগ্যতা অর্জন করে প্রথম বারের মতো কমনওয়েলথ গেমসে খেলতে এসে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের এই সাফল্যে তাৎক্ষণিক পুরস্কারের ঘোষণা দেন তিনি। প্রত্যেক খেলোয়াড়কে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়ার কথা জানান তিনি।