কভার্ডভ্যানের চাপায় দুই রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকার উত্তর বাড্ডায় প্রগতি সরণিতে।
সোমবার রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াহিয়া সাজ্জালের (২৫) বাড়ি পিরোজপুরে। আর মো. ইস্রাফিলের (৩৫) বাড়ি লক্ষ্মীপুরে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
আবুল কালাম আজাদ বলেন, রাতে সড়কের পাশে আসবাবপত্র নামানোর কাজ সেরে ওই দুজন তাদের ভ্যানের উপর বসেছিলেন। সেসময় রামপুরার দিকে বেপরোয়া গতিতে ছুটে চলা একটি কভার্ডভ্যান তাদের ভ্যানের উপর উঠে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, কভার্ডভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।