কঠোর লকডাউনঃ বিধিনিষেধ অমান্য করলেই শাস্তি

0
42
কঠোর লকডাউনঃ বিধিনিষেধ অমান্য করলেই শাস্তি
কঠোর লকডাউনঃ বিধিনিষেধ অমান্য করলেই শাস্তি

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে ৭ দিনের জন্য কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার। বিধিনিষেধ অমান্য করলেই শাস্তি। কারন ছাড়া সাতদিন ঘর  থেকে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

বিধিনিষেধ চলাকালে এবার কোনো মুভমেন্ট পাসেরও ব্যাবস্থা থাকবে না।

কঠোর লকডাউন চলাকালীন সময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনী মাঠে সক্রিয় থাকবে। 

মঙ্গলবার (২৯ জুন) সরকারের এক তথ‌্য  বিবরণীতে বলা হয়, কঠোর বিধিনিষেধের সময় সরকারি, বেসরকারি অফিসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।