বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে দুই ওপেনারই করলেন সেঞ্চুরি। পেরিয়ে গেলো ৩২টি ওভার। এখন পর্যন্ত একটি উইকেটের দেখা পায়নি পাকিস্তান।
বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কা ও ভারতের পর দুই ওপেনারের সেঞ্চুরির খাতায় নাম লেখালেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
ওয়ার্নার তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি, মিচেল মার্শ ক্যারিয়ারের দ্বিতীয়। মার্শ এরই মধ্যে তার ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফেলেছেন। অপরাজিত আছেন ১০৭ রানে। ওয়ার্নারের রান এখন ১০১।