
বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছেন, আপনাদেরকে আমি একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি, আমরা এমন কোনো দল নাই, যাদের হারাতে পারি না, তাই বলে আমরা কিন্তু বেস্ট দল না। কেউ যদি মনে করে, আমরা মনে করছি আমরা বেস্ট দল, না, প্রশ্নই উঠে না।
কিন্তু আমাদের সে পটেনশিয়াল আছে, সেটা ধারাবাহিক করাটাই বড় চ্যালেঞ্জ। আমাদের পাইপলাইনে যে প্লেয়ার আছে, নতুন খেলোয়াড় আছে, ওদের খেলা দেখি আমি সত্যিই আশাবাদী ওই দিন আর বেশি দূরে না যেখানে নাকি আমাদের টার্গেট, প্রথম পাঁচটা দলের মধ্যে থাকব, সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ।’
টেস্ট ক্রিকেটকে ঢালাও ভাবে সাজানোর কথা জানিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে করোনার কারণে সেটি সম্ভব হয়নি বলে জানালেন এই বিসিবি প্রধান। সেই সাথে এখনই বাংলাদেশকে সেরা দল হিসেবে মানতে আপত্তি রয়েছে নাজমুল হাসানের।
ওয়ানডে ফরম্যাটের তুলনায় টেস্ট এবং টি-টোয়েন্টিতে একটু বেশিই দুর্বল বাংলাদেশ। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। যে কারণে অনেকটা ক্ষোভ নিয়ে টেস্ট ফরম্যাটকে ঢালাও ভাবে সাজানোর কথা বলেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
নাজমুল হোসেন পাপন মনে করেন, ‘এটা খুব কঠিন, কিছু করতে পারতেছি না। যা যা প্ল্যান ছিল ডেভেলপমেন্টের, সেটা তো হচ্ছে না কোভিডের কারণে। এটা অনেকেরই হচ্ছে, শুধু বাংলাদেশের একার না। আমি যেটা আপনাদের বলছি, জেতার পর বেশি খুশি হওয়ার কিছু নাই,হেরে গেলে বেশি কষ্ট পাওয়ার কিছু নাই। হারলে তো কষ্ট লাগবেই, আমরা চাই বাংলাদেশ সবগুলো ম্যাচে জিতুক, কিন্তু আমরা এত বেশি বলি, অনেক সময় এটা দলের উপর প্রভাব ফেলে।’
পাপন বোর্ডের অধীনেই টেস্ট ক্রিকেটে বড় সাফল্যগুলো এসেছে। বিগত কয়েক বছর সীমিত ওভারের ফরম্যাটে ধারাবাহিক ভালো করলেও টেস্টে তুলনামূলকভাবে এখনো শিশুই ধরা যায়। যে কারণে বাংলাদেশকে সেরা দল বলতে আপত্তি নাজমুল হাসান পাপনের। সেই সাথে আগামী কয়েক বছরের মধ্যে সেরা পাঁচ দলের মধ্যে থাকবে বাংলাদেশ, সেটি বিশ্বাস করেন তিনি।