এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত

0
46
এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত
এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত

২০২৩ এশিয়া কাপ অনুষ্টিত হওয়ার কথা পাকিস্তানে। এবার মেগা ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আসন্ন এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে নারাজ ভারত। খবরটি দিয়েছেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ।

রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ রয়েছে পাকিস্তান ও ভারতের দ্বি-পাক্ষিক সফর। এবার এশিয়া কাপ দিয়ে দুই বোর্ডের ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হওয়ার আশা জেগেছিল। তবে সেই সম্ভাবনায় পানি ঢেলে দিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিলেন তিনি। বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সাধারণ সভা শেষে জয় শাহ গণমাধ্যমকে বলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না।

রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৫-০৬ সালে দ্বিপাক্ষিক সিরিজে ভারত পাকিস্তান সফর করেছিল। সর্বশেষ ২০১২-১৩ সালে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান। এরপর এই দুই দেশ কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় ভারত-পাকিস্তানের দেখা হত এশিয়া কাপ বা বিশ্বকাপের মত বড় মঞ্চে।

প্রশ্ন উঠছে তাহলে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে পাকিস্তান দল কী করবে?  কারণ ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। বলা যেতে পারে দুই দেশের মধ্যে আবারও মাঠের বাইরের ক্রিকেট যুদ্ধ শুরু হয়ে গেল।