এমভি আবদুল্লাহ – এর পিছু নিয়েছে ইইউয়ের যুদ্ধজাহাজ

0
24
এমভি আবদুল্লাহ
এমভি আবদুল্লাহ জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে...

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ – এর পিছু নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধজাহাজ।

গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইইউর সামুদ্রিক নিরাপত্তা বাহিনী।

এর আগে গত মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। সে সময়ে জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল দূরে ছিল। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি।

২৩ জনকে জিম্মি নিয়েছে জলদস্যুরা, এ কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, জিম্মিরা নিরাপদ আছে। সোমালিয়ার তীরের দিকে যাচ্ছে জাহাজটি।