এবার ডুয়েট গাইলেন হিরো আলম-ভুবন বাদ্যকর

0
72
এবার ডুয়েট গাইলেন হিরো আলম-ভুবন বাদ্যকর
এবার ডুয়েট গাইলেন হিরো আলম-ভুবন বাদ্যকর

বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। প্রযোজক, অভিনেতা ও গায়ক। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন।

অন্যদিকে শুধুমাত্র একটি গান গেয়েই তারকা বনে গেছেন পশ্চিমবঙ্গের বীরভূমের ভুবন বাদ্যকর। এবার ‘কাঁচাবাদাম’ খ্যাত এই গায়কের সঙ্গে একই গানে কণ্ঠ দিলেন হিরো আলম।

নতুন গানের বিষয়টি নিশ্চিত করেন আলম নিজেই। শনিবার (৯ এপ্রিল) দুপুরে কলকাতার স্টুডিও থেকে ফোনকলে বিষয়টি জানান তিনি। বাদামকাকুর সঙ্গে তোলা কয়েকটি স্থিরচিত্রও পাঠিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘ভুবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে আমি কলকাতায় এসেছি। গানটির ব্যাপারে অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরই কলকাতায় এসেছি। এখন স্টুডিওতে গানটির রেকর্ডিং চলছে।’

হিরো আলম আরও বলেন, ‘আমরা দুজন দুই বাংলায় ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি। দুই বাংলায় এই গান ভাইরাল হবে বলে আশা করছি। আমাদের গানের নাম ‘হাউ ফানি’।’

‘হাউ ফানি’ শিরোনামের গানটি লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল। সালাউদ্দিন গোলদারের পরিচালনায় মিউজিক ভিডিও নির্মাণ হবে।