জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার চালু হয়েছে। আজ সকাল ৯টার দিক হতে চালু করা হয়েছে এই সার্ভার।
সার্ভার বন্ধের বিষয়ে এ কে এম হুমায়ূন কবীর জানান, সার্ভারের অধিকতর সুরক্ষা নিশ্চিত করতে কাজ চলছে।
মঙ্গলবার সকাল থেকে সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অনেকে। বিঘ্নিত হয় আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, পাসপোর্ট, ভিসাসহ সরকারি-বেসরকারি ১৭১টি প্রতিষ্ঠানের সেবা প্রদান।
চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।