উরফি জাভেদের পোশাক নিয়ে কি বললেন কারিনা

0
42
উরফি জাভেদের পোশাক নিয়ে কি বললেন কারিনা
উরফি জাভেদের পোশাক নিয়ে কি বললেন কারিনা

হাজার সমালোচনার পর এবার উরফির পোশাক নিয়ে মুখ খুললেন বলিউডের আরেক কেতাদুরস্ত তারকা করিনা কপূর খান।

করিনা বলেন, ‘‘আমি উরফির মতো এত সাহসী নই। কিন্ত আমার মনে হয়, ও খুব সাহসী আর ওর দম আছে। ফ্যাশন নিজেকে স্বাধীন ভাবে তুলে ধরার একটা মাধ্যম। উরফি যে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করে, আমার মনে হয় তাতে ওকে খুব সুন্দর দেখায়।’’

অভিনেত্রী আরও বলেন, ‘‘ওর যা ইচ্ছা হয়, উরফি তাই করে— এটাই কিন্তু ফ্যাশনের অন্তর্নিহিত অর্থ। নিজের যেটা ভাল লাগে, ও সেটাই পরে। আমার এই আত্মবিশ্বাসটাই ভাল লাগে।’’

করিনা জানান, তিনি নিজে আত্মবিশ্বাসী, তাই অন্য কোনও আত্মবিশ্বাসী তারকাকে দেখলে খুশিই হন। করিনার মতে, ‘‘আমার খুব ভাল লাগে ও যে ভাবে নিজেকে সবার সামনে প্রকাশ করে। ওকে স্যালুট!’’

উরফি জাভেদের পোশাক নির্বাচনে সমাজমাধ্যমে বিতর্কের ঝড় উঠলেও তাতে কান দিয়ে নিজের সাজগোজে বদল আনতে একেবারেই রাজি নন এই সাহসিনী টেলি তারকা।