ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে কেউ একা, আবার কেউবা সপরিবারে বাড়ির পথ ধরছেন।
রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা মানুষের এমন চিত্র দেখা যায়।
সংশ্লিষ্টরা বলছেন, মূলত ঈদকে সামনে রেখে রাজধানীর একটি বড় অংশ গ্রামে ছুটিতে যান। কিন্তু ব্যবসায়ী ও শ্রমজীবীদের একটি বড় অংশ জীবিকার তাগিদে ঢাকায় থেকে যান। তারাই এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বাড়ি যাচ্ছেন।
শুধু ব্যবসায়ী বা শ্রমজীবী নয়, ট্রেনের অগ্রিম টিকিট না পাওয়া অনেককেও বাড়ি যেতে দেখা যায়। আবার ঈদের আগে অনেকে টিকিট না পেয়ে বাস তীব্র জ্যামকে এড়ানোর জন্য রাজধানীতে থেকে যান। ঈদ শেষে নির্বিঘ্নে তারা বাড়ি ফেরার আশায় কমলাপুর বা বাসস্টেশনগুলোতে ভিড় করছেন।