ঈদের ছুটি শেষে বাড়ছে সংক্রমণ

0
29
বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ
বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ

ঈদের ছুটিতে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ হার হঠাৎ কমে গেলেও আবার বাড়তে শুরু করেছে। তিন দিন পর গত ২৪ ঘণ্টায় আবার ৭ শতাংশ ছাড়িয়ে গেছে সংক্রমণ হার। আর চার দিন পর দৈনিক রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত এক দিনে মারা গেছেন আরও ৩০ জন।

গত ১৪ এপ্রিল ঈদের দিন ১০ দশমিক ৮২ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। ২৪ ঘণ্টার ব্যবধানে ১৫ এপ্রিল তা নেমে আসে ৬ দশমিক ৯৫ শতাংশে। ১৬ এপ্রিল আরও কমে হয় ৬ দশমিক ৬৯ শতাংশ। ছুটি শেষে নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গত দুই দিন। এ দুই দিনই ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ হার। ১৭ এপ্রিল ৬ দশমিক ৭৫ শতাংশ ও গতকাল ১৮ এপ্রিল ৭ দশমিক ৫৫ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত এক দিনে নতুন করে ১ হাজার ২৭২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। কম নমুনা পরীক্ষা ও সংক্রমণ হার কমায় এর আগের চার দিন টানা হাজারের নিচে ছিল দৈনিক রোগী শনাক্তের সংখ্যা। গত এক দিনে মারা গেছেন ৩০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১১৫ জন।

গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ২১১ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন। এদিকে এখন পর্যন্ত মোট মৃত্যুর ৭২ শতাংশের বেশি পুরুষ হলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে পুরুষকে ছাড়িয়ে গেছে নারী। এই সময়ে মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৪ জন ছিলেন পুরুষ ও ১৬ জন নারী।

হাসপাতালে ২৮ জন ও বাড়িতে দুজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৭ জন পঞ্চাশোর্ধ্ব, ৬ জন চল্লিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ১৫ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন করে রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ এবং ১ জন রংপুর বিভাগে মারা গেছেন।