
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কে অবস্থিত বাসভবনে তল্লাশির অনুমোদন পেয়েছে পুলিশ। তল্লাশির জন্য যাচ্ছে পাঞ্জাব পুলিশের একটি দল।
পুলিশের সুপারিন্টেডেন্ট পদমর্যাদার একজন কর্মকর্তা এই তল্লশি অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
ইমরান খানের ব্যক্তিগত বাসভবন জামান পার্কে অন্তত ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আত্মগোপন করে আছেন বলে অভিযোগ করে পাঞ্জাব রাজ্যসরকারের ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ইমরান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার সেই আল্টিমেটামের মেয়াদ শেষ হয়েছে। ইমরান খানও এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো মন্তব্যও করেননি।
আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার পর বৃহস্পতিবারই পাঞ্জাবের অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী আমির মির ইমরানের বাসভবনে পুলিশি তল্লাশির ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা ইমরান খানের সঙ্গে মুখোমুখী কোনো ঝগড়া বিবাদে যেতে চাই না।
লাহোর পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশের একটি দলকে আমরা ইমরান খানের বাসভবনে পাঠাব। আশা করছি ইমরান খান তাদের সহযোগিতা করবেন।’
তার পর শুক্রবার ইমরান খানের বাসভবনে তল্লাশি চালানোর জন্য সার্চ ওয়ারেন্ট পেল পুলিশ।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় জামান পার্কে ইমরানের বাসভবনে পিটিআই চেয়ারম্যানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন লাহোর পুলিশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। লাহোরের পুলিশ কমিশনারের নেতৃত্বে ওই দলে ছিলেন লাহোর পুলিশের এসপি, ডিআইজি এবং নারী পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।
ইমরান খানের সঙ্গে কিছুক্ষণ আলোচনার পর দলটি তার বাসভবন থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছে ডন।