ইতালিতে জাহাজ ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

0
86
ইতালিতে জাহাজ ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
ইতালিতে জাহাজ ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

বেঁচে যাওয়া চারজন অভিবাসী উদ্ধারকারীদের বলেছে, তারা একটি ছোট জাহাজে করে তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন, পথে জলযানটি ডুবে যায়।

আইভরি কোস্ট ও গিনি থেকে আসা বেঁচে যাওয়া এই চার অভিবাসন প্রত্যাশী বুধবার লাম্পেদুসায় পৌঁছান বলে জানিয়েছে বিবিসি।

এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। উদ্ধারকর্মীদের তারা জানিয়েছেন, যে জাহাজটিতে তারা উঠেছিলেন তাতে তিনটি শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিল।

গত সপ্তাহের বৃহস্পতিবার তাদের জাহাজ স্যাফাক্স থেকে রওনা হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে যায়, জানিয়েছেন তারা।

তারা আরও জানান, একটি মালবাহী জাহাজ তাদের উদ্ধার করার পর ইতালির কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়।

ইতালির কোস্টগার্ড রোববার ওই এলাকায় দু’টি জাহাজডুবির কথা জানিয়েছিল। এই অভিবাসন প্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কি না, তা পরিষ্কার হয়নি।