ইউরো কাপের শেষ আটে ইতালি

0
41
ছবিঃ সংগৃহীত
ইউরো কাপের শেষ আটে ইতালি

লন্ডনের ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকে মাঠ ইতালির দখলে থাকলেও  মাঝামাঝি সময়ে  এবং একদম শেষের দিকে  ইতালির সমর্থকদের ভয় পাইয়ে দিয়েছিল অস্ট্রিয়া। অবশেষে অতিরিক্ত সময়ে হার্টব্রেক অস্ট্রিয়ার।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই দুই গোল দিয়েছে ইতালি! আর তাতেই ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে জায়গা করে নিয়েছে ১৯৬৮ সালের চ্যাম্পিয়নরা। শনিবার রাতে শেষ ষোলর লড়াইয়ে ইতালির কাছে ২-১ গোলে হেরে অস্ট্রিয়া বিদায় নিয়েছে। সব রোমাঞ্চ ছিল এই অতিরিক্ত সময়েই। অতিরিক্ত সময়ে একবার নয়, দু-দুবার ভেদ করে ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল ইতালি।

৯৫ মিনিটে স্পিনাৎসলার পাস ধরে অরক্ষিত অবস্থায় থেকে ইতালির কাঙ্ক্ষিত গোলটি করে যান ফেদেরিকো কিয়েজা।

 ১০৫ মিনিটে ইনসিনিয়ের ফ্রি কিক অনবদ্য দক্ষতায় বাঁচান অস্ট্রিয়ার গোলকিপার ড্যানিয়েল বাচম্যান। কিন্তু ম্যাচের ১০৫ মিনিটের মাথায় ইতালির ব্যবধান বাড়িয়ে অস্ট্রিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পেসিনা।

 এবারের ইউরোতে এটি শততম গোল। ম্যাচের ১১৪ মিনিটে সাসা কালাজদজিক ব্যবধান কমান। তাতে অবশ্য ইউরো থেকে অস্ট্রিয়ার ছিটকে যাওয়া রোখা যায়নি। 

শনিবার ৩ জুলাই ইতালি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও বেলজিয়াম ম্যাচে বিজয়ীর বিরুদ্ধে।