
ইউটিউব থেকে আয়ের কিছু কৌশল রয়েছে। যা জানলে আপনিও পারবেন ভিডিও আপলোড করে আয় করতে। এই সময়ের সব থেকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউব। ইউটিউব ব্যাবহার করেনি এমন ব্যাক্তি নাই বললেই চলে। ২০০৫ সালে যাত্রা শুরু করে খুব দ্রুত জনপ্রিয়তার তুঙ্গে উঠে ইউটিউব।
সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে খুব দ্রুত টাকা ইনকাম করা যায়। কি অবাক হলেন!! আজ কিভাবে ইউটিউব থেকে টাকা উপার্জন করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানাবো।
সঠিক নিয়মে YouTube Account ক্রিয়েটঃ
ইউটিউবে ভিডিও আপলোড করে আপনিও ইনকাম করতে পারেন। এর জন্য প্রয়োজন একটি ইউটিউব চ্যানেল। আসুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি সকল কিছু।
প্রথম ধাপঃ
ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করুন। কিন্তু কিভাবে করবেন???
প্রথমে ইউটিউবের ওয়েবসাইটে যান। তারপর আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। এখন আপনার চ্যানেলে গিয়ে ভিডিও আপলোড করুন।
২য় ধাপঃ
জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করার পর আপনার নাম ও “creator studio” বলে একটি অপসন দেখবেন। Creator studio নামের অপসনটিতে ক্লিক করুন।
Creator studio তে যাবার পর আপনি নিজের YouTube channel dashboard দেখবেন। নিজের চ্যানেলের নাম দিন।
এরপর Channel dashboard এ গিয়ে Channel অপশনে ক্লিক করলে উপরে “Verify” লিংক দেখবেন। verify লিংকটিতে ক্লিক করে এবং নিজের মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করুন।
আর ইউটিউবে টাকা আয় করতে চাইলে অবশ্যই ব্র্যান্ড চ্যানেল খুলুন।
YouTube থেকে আয়ের উপায়ঃ
ইউটিউবের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নিতে হবে। ইউটিউবের ক্ষেত্রে প্রযোজ্যঃ
১। প্রাপ্তবয়স্ক হওয়া অর্থাৎ ১৮ বছর বয়স।
২। চ্যানেলে ১০০০ subscriber থাকতে হবে।
৩। আবেদনের পূর্বে গত বার মাসের ওয়াচ টাইম ৪০০০ ঘণ্টা হতে হবে।
৪। একটি গুগল এডসেন্সের একাউন্ট থাকতে হবে।
আজ এটুকুই, পরবর্তী দিন বাকিটুকু বিস্তারিত জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। এধরনের আর্টিকেল পেতে অপরাজয়ার সাথেই থাকুন।