ইউক্রেনে যুদ্ধ পরিচালনা করার জন্য নতুন এক কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ওই কর্মকর্তাদের ভাষ্যমতে, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে নেতৃত্ব দেয়া এবং পরিচালনার জন্য রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার কমান্ডার জেনারেল আলেকজান্ডার ডভরনিকভকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়েছে। ডভরনিকবের যুদ্ধ সম্পর্কিত ব্যাপক অভিজ্ঞতা রয়েছে বলেই তাকে ন্তুন কমান্ডারের দায়িত্ব দেয়া হয়েছে বলে ধারণা তাদের।
তার আরও জানিয়েছে, পুতিনের এই পদক্ষেপ কতটা কার্যকরী হয় তা দেখার জন্য তারা অপেক্ষা করছেন। রাশিয়ার চিন্তা ও কৌশল আগের মতোই রয়েছে, পুরোনো পথেই হাটতে চাচ্ছে তারা। তবে ইউক্রেন থেকে কোনোভাবেই সফল হয়ে ফিরতে পারবে না পুতিন বাহিনী।
নতুন কমান্ডার জেনারেল ডভরনিকভের নেতৃত্বে ইউক্রেনে হামলার বিষয়গুলো নতুন করে সমন্বয় করবে রাশিয়া। এছাড়া দোনবাস অঞ্চলেও নতুন করে এবং ব্যাপকহারে সামরিক অভিযান চালানো হতে পারে।