ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ।
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি।
বেশ কয়েকটি রশিয়ান সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন সিনিয়র রুশ জেনারেল নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি রুশ সূত্র জানিয়েছে। ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের কাছে বারদিয়ানস্ক শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেগ সোকভ মারা গেছেন বলে জানা গেছে।
ইউক্রেনের অধিকৃত দক্ষিণাঞ্চলীয় উপকূলে বারদিনস্কের রুশ সামরিক বাহিনীর একটি হোটেলে হামলায় লে. জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো সরকারিভাবে মৃত্যুর খবরটি স্বীকার করেনি। লে. জেনারেল সোকভ ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার।
সূত্র : সিএনএন ও বিবিসি