ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না বাইডেন

0
51
ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না বাইডেন
ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না বাইডেন

ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র। এর বদলে আবরামস ট্যাঙ্কসহ অন্যান্য ধরনের সহায়তা বাড়াবে দেশটি। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কোঅর্ডিনেটর ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স জন কিরবি এ তথ্য প্রকাশ করেছেন।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধবিমান দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছে ইউক্রেন।

কিরবি সিএনএনকে বলেন, আমরা অনেক কিছু পাঠিয়েছি। আগামী দিনগুলোতেও আরো অনেক কিছু পাঠাব। ইউক্রেনকে সহায়তা করা খুবই দরকারি বিষয়।

তিনি বলেন, ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কেবল যুক্তরাষ্ট্রই নয়, জার্মানি ও ব্রিটেনও ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাচ্ছে। কিন্তু যুদ্ধবিমান পাঠানো হবে না।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর কোনো আলোচনা হচ্ছে না। কিরবি তার এই সিদ্ধান্তের কথা আবারো জানান।

ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সোমবার ইউক্রেনকে সামরিক সমর্থন জোরদারে দক্ষিণ কোরিয়ার প্রতি আহবান জানিয়েছেন। সংঘাতময় দেশগুলোতে অস্ত্র রপ্তানি না করার নীতি পুনর্বিবেচনা করারও মত দেন তিনি।

সূত্র : সিএনএন